ফুলপুরের বিভিন্ন ইউনিয়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদের পথসভা

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থনে বওলা ইউনিয়ন ৪ স্থানে পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ বলেছেন- আপনাদের আপদে বিপদে সুখে-দু:খে অতীতেও ছিলাম,আছি আর থাকবো।

২ রা জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় বওলা ইউনিয়নে সুতিয়াপাড়া, রামসোনা,সুতারপাড়া ও রাত ৮ টায় বওলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দের উদ্যোগে বিশাল নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের ইউনিয়ন আহবায়ক সভাপতি কাজী নাসিমুল গণির সভাপতিত্বে সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রেখেছেন- বওলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ওয়াড আওয়ামী লীগ সভাপতি এছাড়াও বওলা ইউনিয়ন ওয়ার্ড মহল্লার পাড়ার বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক আমজনতা।

ফুলপুর-তারাকান্দা,ময়মনসিংহ (১৪৭-২) আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য,১ বার উপজেলা চেয়ারম্যান, মরহুম ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা এম.শামছুল হক সাহেবের সুযোগ্য পুত্র,বিপুলভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ শরীফ এম.পি মহোদয়ের ফুলপুর তারাকান্দায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের (২০১৪-২০২৩) তথ্যচিত্র।

 

 

 

ফুলপুর উপজেলার উন্নয়নের চিত্র:

১। ফুলপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন চারতলা ভবন ও আধুনিক উপজেলা পরিষদ হলরুম। ২। ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন। ৩। ফুলপুর উপজেলার একটি আধুনিক মৎস্য ভবনের শুভ উদ্ধোধন।৪। ফুলপুর উপজেলার প্রাণী সম্পদ অফিস।৫। ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুইটি তিনতলা ভবন। ৬। ফুলপুর পৌরসভা অত্যাধুনিক পৌর কমপ্লেক্সে।৭। ফুলপুর পৌরসভার 16টি রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন। ৮। উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি মডেল মসজিদ কাজ চলমান।৯। শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজ সম্পন্ন।১০। ফুলপুর পৌরসভার আরো ১০টি রাস্তার কাজ প্রক্রিয়া দিন।১১। ফুলপুর মহিলা কলেজে নবনির্মিত ভবন, এবং আধুনিক ল্যাব এবং অন্যান্য বিষয়ে আধুনিকরণ।১২। শতভাগ বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী , মাতৃত্ব ভাতা , অন্যান্য ভাতা নিশ্চিতকরণ।১৩। উপজেলা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের আবাসন নিশ্চিতকরণ।১৪। ফুলপুর ডিগ্রী কলেজ সরকারীকরন।১৫। ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি ১ কিমি করে টেন্ডার লাইভ কাজ সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও ১। ১নং ছনধরা ইউনিয়নের হোসেনপুর কমিউনিটি ক্লিনিক নির্মান ও উদ্ভোধন। ২। ১নং ছনধরা ইউনিয়নের হোসেনপুর কলেজে চারতলা বিশিষ্ট অত্যাধুনিক ফ্যাসিলিটিস ভবনের উদ্ভোধন।৩। ছনধরা বাজার হইতে ছয় মাইলের মোড় পর্যন্ত ২ কি.মি. রাস্তা।

৪। ছনধরা ইউনিয়নের বাইনজান ও বাইশ কাহনিয়ার ব্রীজ নির্মাণ।৫। ২নং রামভদ্রপুর ইউনিয়নের ভাইটকান্দি বাজার হতে মিচকীপাড়া বাজারগামী ১ কি.মি. রাস্তা । ৬ বাঘেধরা থেকে চরবাহাদুরপুর খামারবাড়ি পর্যন্ত রাস্তার ১ কি.মি. রাস্তা।৭। ২নং রামভদ্রপুর ও ৩নং ইউনিয়নের চরগোয়াডাঙ্গা বাজার হতে চরনিয়ামত, রামভদ্রপুর, চরবাহাদুরপুর, দ্বারাকপুর, রামনাথপুর, শ্যামপুর, জারুয়া, বাহাদুরপুর, দেউলা, ছোট চিলাগাই ১.২ কিলোমিটার রাস্তা নির্মাণ।

৮। ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার হইতে সদরগামী ১ কি.মি. রাস্তা পাকা করণ। ৯। ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর ও শিংগীমারী সংযোগ রাস্তার দুইটি ব্রীজ নির্মাণ। ১০। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারে ৮৫ লাখ টাকার উন্নয়নের কাজ সম্পন্ন।১১। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারের দক্ষিণ থেকে অগ্রণী ব্যাংক সংলগ্ন বাইপাস রাস্তা পাকাকরণ ।১২। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলী বাজার সংলগ্ন রাংসা নদীর উপর ব্রীজ নির্মাণ।১৩। ভাইটকান্দি বাজার হতে সুতারকান্দি গামী ১ কি.মি. রাস্তা স্বলিং দ্বারা উন্নয়ন ।১৪। ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ে চার ইউনিয়নের এসএসসি পরীক্ষা কেন্দ্র নির্মাণ।১৫। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর থেকে বাড়িয়াখালী পযন্ত ২৯০০ মিটার রাস্তার কাজ।

১৬। ৪নং সিংহেশ্বর ইউনিয়নে ডোবারপাড় বাজার সংলগ্ন ব্রীজে নির্মাণ।১৭। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা সংলগ্ন নদীর ব্রীজ নির্মাণ।১৮। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন ব্রীজ নির্মাণ।১৯। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর ও পলাশকান্দার মধ্যে দরমপুরী ব্রীজ নির্মাণ।২০। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের ফতেপুর বাজার হতে ফকির বাড়িগামী রাস্তার ব্রীজ নির্মাণ।২১। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের নাকানন্দা ব্রীজ হতে নাকাগাঁও গামী রাস্তার ব্রীজ নির্মাণ।২২। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী ও বনগাঁওয়ের সংযোগস্থলে ব্রীজ নির্মাণ।

২৩। ৫নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কাজ সমাপ্ত।২৪। ৬নং পয়ারী ইউনিয়নের সাহাপুর বাজার হতে ২.৫কি.মি. পাকা রাস্তা ।২৫। ৬নং পয়ারী ইউনিয়নের গড় পয়ারী কমিউনিটি ক্লিনিক হতে বাহাদুরপুর মোড় হয়ে বাহাদুরপুর পুরাতন বাজার পর্যন্ত ৩ কি.মি. রাস্তা পাকাকরণ।২৬। গুপ্তেরগাঁও হতে পয়ারী স্কুলগামী রোডে খড়িয়া নদীর উপর ৮০ মিটার ব্রীজ.২৭। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের বাঁশতলা থেকে শিলপুরগামী রাস্তার খড়িয়া নদীর উপর ৮০ মিটার ব্রীজ টেন্ডারাধীন অবস্থায় আছে।

২৮। ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ ভবনের কমপ্লেক্সের টেন্ডার প্রক্রিয়া দিন।২৯। ৪নং সিংহশ্বর ইউনিয়নের মোকামিয়া ও চাতুলিয়াকান্দায় দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ। ৩০। ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা বাজার হতে রহিমগঞ্জ বাজারগামী ২ কি. মি. রাস্তা পাকা করণ।৩১। ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের টঙ্গীরঘাট বাজার সংলগ্ন ১২০ মিটার ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে।৩২। ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া বরুয়াই সংযোগ ব্রীজের কাজ।৩৩। ৮নং রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর ব্রীজ।২৪। ৮নং রূপসী ইউনিয়নের পাকার মাথার শাহ কুতুব চৌধুরীর ফিসারী সংলগ্ন ব্রীজ।৩৫। ৮নং রূপসী ইউনিয়নের রূপসী বাজার হতে ঘোমগাঁও-রামকৃষ্ণপুর গামী ১ কি.মি. রাস্তা।৩৬। ৮নং রূপসী ইউনিয়নের রূপসী উচ্চ বিদ্যালয়ের ভার্টিকেল দ্বিতলা ফ্যাসিলিটিস ভবন নির্মাণ।৩৭। ৮নং রূপসী ইউনিয়নের দিস্তাঘাট বিহারাঙ্গা হয়ে বালিয়া বাজার পর্যন্ত প্রায় ৩কি.মি. রাস্তা পাকা করন।৩৮। ৯নং বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা, খড়িয়াপাড়া, কাইচাপুর তিনটি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ।৩৯। ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া চৌরাস্তা হতে শাকুয়াই ঘাট পর্যন্ত প্রায় ৫কি.মি. পাকা রাস্তা ।৪০। ৯নং বালিয়া ইউনিয়নের শালিয়া মোড় হতে বিরামপুর হয়ে কাইচাপুর বাজার পর্যন্ত ২ কি.মি পাকা রাস্তা।

৪১। ৯নং বালিয়া ইউনিয়নের সুলতানের চৌরাস্তা হতে মৈষাকান্দা বাজার গামী রাস্তায় ব্রীজ নির্মাণ ।৪২। ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার সংলগ্ন বড়ইকান্দি ব্রীজ।৪৩। ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া মাদ্রাসার সভার মঞ্চ।৪৪। বালিয়া মাদ্রাসায় বহুতল ভবন নির্মাণ।

তারাকান্দা উপজেলার উন্নয়নঃ

১। তারাকান্দা উপজেলা বাস্তবায়ন এবং উপজেলা নবনির্মিত ভবন নির্মাণ।

২। তারাকান্দা থানা কে পূর্ণাঙ্গ করেছেন।

৩। তারাকান্দা থানায় ২ টি উন্নত পুলিশ ভ্যান সংযুক্ত করা।

৪। তারাকান্দা নবনির্মিত হাসপাতাল ও ভবন ।

৫। নতুন বাজার মোর থেকে ডেঙ্গার মোড় পর্যন্ত রাস্তা পাকা করন।

৬। বালিখা রাস্তা পাকা করন।

৭। চকনাপাড়া থেকে রাজধারিকেল রাস্তা পাকা করন।

৮। রামপুর থেকে চাড়িয়া রাস্তা পাকা করন।

৯। তালদিঘী থেকে মুন্সীর হাট পর্যন্ত রাস্তা পাকাকরন।

১০। কাশিগন্জ বাজার হতে কামারিয়া চৌরস্তা হয়ে কোদালদর রাস্তা।

১১। মধুপুর বটতলা হতে ধলিরকান্দা হয়ে বনপলাশিয়া বাজার, লালমা চৌরাস্তা হতে বিসকা বাজার পর্যন্ত পাকাকরন

১২। ৫-৬ বছর বন্ধ থাকা বিসকা ষ্টেশন চালুকরন।

১৩। চান্দুপুর কলেজের ৪ তলা ভবন নির্মান

১৪। বঙ্গবন্ধু কলেজের ২তলা বর্ধীতকরন

১৬। তারাকান্দা পোষ্ট অফিস ভবন নির্মান

১৭। এস এস সি পরীক্ষা কেন্দ্র বৃদ্ধিকরণ।

১৮। বিভিন্ন মডেল স্কুল এবং মাদ্ররাসা সরকারী করণ।।

১৯। বঙ্গবন্ধু কলেজ কে সরকারি করন।

২০ । মরহুম ভাষা সৈনিক শামসুল হক কলেজ স্থাপন।

এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ছোট খাটো ব্রীজ-কালভার্ট ।

বিভিন্ন বিদ্যালয় সরকারী করণ,বঙ্গবন্ধু ও ফুলপুর এই ২টি কলেজ সরকারিকরন, ফুলপুরের চর অন্চলের ১৪ কি.মি. রাস্তা পাকাকরন, বিশেষ বরাদ্দ থেকে ছনধরা ইউনিয়ন, রামভদ্রপুর ইউনিয়ন, ভাইটকান্দি ও শিংহেশ্বর ইউনিয়নে প্রায় ৬ কোটি টাকা অনুমোদন হয়েছে। ফুলপুর পৌরসভাকে ২য় শ্রেনী থেকে ১ম শ্রেনীতে রুপান্তর এবং ৭.৫০ কোটি টাকা মুল্যের ভবন নির্মান কাজ সমাপ্তি।

ফুলপুর ও তারাকান্দার প্রত্যন্ত গ্রামগুলিতে শতভাগ বিদ্যুতায়ন(ময়মনসিংহের অন্যান্য উপজেলার চাইতে ৩০% বেশী)। ময়মনসিংহ জেলায় অন্যান্য সকল থানার চাইতে বেশী বিদ্যুতায়ন।

IT Amadersomaj