ফুলপুরে আনসার ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রবিউল হক বাবু॥ ময়মনসিংহের ফুলপুরে ১০ দিনব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি অফিসার মৌসুমী আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড.মোস্তারী জাহান ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার ও ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব দেওয়ান সহ আনসার ও ভিডিপি সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন প্রশিক্ষণার্থী।

বিশেষ অতিথির বক্তব্য বক্তরা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনেক। দেশের তৃণমুল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা,মাদক নির্মূল চোরাচালান রোধে এ বাহিনী কাজ করে যাচ্ছে।গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা,মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে বাহিনীর কর্মকর্তা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে আপনাদের স্মার্ট হতে হবে।

এ প্রশিক্ষণে উপজেলার বালিয়া ইউনিয়নের ৩২ জন নারী এবং ৩২ জন জন যুবক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

IT Amadersomaj