ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন মিলনায়তন হলরুমে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক মিয়া, ফুলপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্রন বিশ্বাস, উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। আলোচনা সভা শেষে পাচঁজন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের পরে উপজেলা চত্বর জলাশয়ে কার্প জাতীয মাছের পোন অবমুক্ত করা হয় ।

IT Amadersomaj