ফুলপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সময় সংবাদ রিপোর্টঃ ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পিয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে আমন ধান ও গ্রীষ্মকালীন পিয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার শিববাড়ি রোডে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। আমন ধানের ক্ষেত্রে প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্যে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার এবং পিয়াজের ক্ষেত্রে  প্রতি কৃষককে ১ কেজি করে পিয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার এবং চারা তৈরির উপকরণ দেওয়া হয়।

এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।



IT Amadersomaj