বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

বদরপুর ইউনিয়ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ থেকে বি.এম.শাজাহান পারভেজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭ টাইম ভিউ

[ad_1]

মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি॥ পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি.এম.শাহজাহান পারভেজ(শাহজাহান ভূইয়া)।

গত ২১ সালের ২১ নভেম্বার তারিখে পটুয়াখালী সদর উপজেলাধীন ২নং বদরপুর ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে চেয়ারময়ান পদে তানজিননাহার সোনিয়া নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

দায়িত্ব নেয়ার প্রায় ১বছর মধ্যে অদক্ষতা ও বিভিন্ন অভিযোগের কারনে স্থানীয় সরকার মন্ত্রনালয় কতৃক চেয়ারম্যান পদ থেকে তাকে স্থায়ী ভাবে বরখস্ত করা হয়। উক্ত বদরপুর ইউনিয়নে পুনরায় নির্বাচনে জন্য তফসিল ঘোষনা হলে, আজ ০৭/০৬/২৩ তারিখ রোজ বুধবার জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে আওয়ামীলীগ থেকে প্রার্থী বাছাইয়ের জন্য বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্জ কাজী আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভি.পি. আবদুল মান্নান।

সভায় বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য ৫ জন আগ্রহী প্রার্থী আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। কিন্তুু ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের দাবীর মুখে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.বি.এম.শাহজাহান পারভেজ (শাহজাহান ভূইয়া) উক্ত বদরপুর ইউনিয়নের বাসিন্দা হওয়ায়, তাকেই প্রার্থী হতে হয়। শাহজান পারভেজ প্রার্থী হওয়ায়, তাকে সম্মান দেখিয়ে ফর্ম সংগ্রহকারী অন্য ৫ জন প্রার্থী, তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।

যার কারনে শাহজাহান পারভেজ একাই রয়ে যান আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রতাশী।পরে নৌকা প্রতীক প্রত্যাশি হিসেবে একমাত্র শাহজাহান পারভেজ এর নাম কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবেন বলে, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সিদ্ধান্ত দেন।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |