[ad_1]
এনামুল কবীর এনাম, স্টাফ রিপোর্টার॥ নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করা চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।
গত ১ আগষ্ট বৈকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে বদল গাছী ছোট যমুনা নদী থেকে ৯টি মাছ ধরা অবৈধ রিং জাল উদ্ধার করা হয়।এবং মৎস্য কর্মকর্তা উপস্থিত থেকে জাল গুলো পুড়িয়ে দেন। যার আনুমানিক মুল্য ৫০থেকে ৬০হাজার টাকা। এলাকাবাসির দাবি এই ধরনের অভিযান অব্যাহত থাকলে আমরা নদীতে মাছ ধরে খেতে পারবো। নদী পাড়ের বেশ কিছু সাধারণ জনগন ক্ষোভ প্রকাশ করে বলেন এটি এমন একটি জাল যেটা থেকে মাছের রেনু পর্যন্ত ধ্বংস হয়ে যাবে।
এ ধরণের জাল ব্যবহারকারীরা দেশের শত্রু।এখনি এর সঠিক ব্যবস্হা না নেওয়া হলে আমাদের এই ছোট যমুনা নদীতে মাছ বলে কিছুই থাকবেনা।
তারা আরও বলেন, বর্তমান মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম স্যার দেশ জাতির জন্য বেশ কিছু কার্যকর ভূমিকা পালন করায় মাছের অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী জনৈক ব্যক্তির সহযোগিতায় এ-সব অবৈধ জাল ফেলে তার মাছ শিকার করে। এই ধরনের অভিযানের জন্য মৎস্য কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানায়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল বারী সহ সাংবাদিক বৃন্দ।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ