বদলগাছী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যাথাযথ মর্যাদায় পালিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ৭ মাস আগে


এনামুল কবীর এনাম, বদলগাছী : “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহম্মেদ এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান,বদলগাছী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দিন এফ এফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম,বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীনুর ইসলাম স্বপন,নওগাঁ জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী টপি,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু,বদলগাছী উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়িকা মমতাজ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, শিশুদের জন্মের ৪৫ দিনের মধ্যে ফ্রি এবং মৃত্যু হওয়ার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।

IT Amadersomaj