বিচ্ছেদ …

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

যেগাযোগ হীনতায় সম্পর্কে যতোটা না অবনতি হয় , তারচেয়েও বেশি অবনতি হয় কারো প্রতি টক্সিক অনুভূতিতে । সম্পর্ক হলো মিষ্টি একটা হাওয়াইয়ের মিঠাইয়ের মতো , যা ধরে রাখতে প্রয়োজন হয় সমঝোতা ও সম্মান ।

আপনি কাউকে আপনার জীবন থেকে দূরে সরাতে চাইলে তার না করা ভুল গুলোও ধরে রাখেন আপনার মনে ।তার সাথে যোগাযোগ রেখেও , যোগাযোগ না রাখার মত খেলা খেলেন । তার সাথে চ্যাটে কথা বলা সিমীত করেন । নিজের অনুভূতি তাকে প্রকাশ বন্ধ করেন । ব্যস সে আপনার থেকে দূরে যেতে বাধ্য । এই যে দুরত্ব এটা ইচ্ছে করেই তৈরী ।
তবে সমস্যা হয় অপর পাশের মানুষটার সে মানুষটা আপেক্ষা করে , কষ্ট পায় , নিজেকে একটা কঠিন সময় পাড়ি দেওয়ার জন্য তৈরী করে । নিজেকে কারো কাছে মন থেকে মেলে দিয়ে গুটিয়ে নেওয়া সহজ নয় । মায়া থেকে মুক্ত হওয়া সহজ নয় ।

তাই বিচ্ছেদ শব্দটা এক পাক্ষিক মনে হয় আমার কাছে , কেউ একজন সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধ্যান্ত অনেক আগেই নিয়ে নেয় ।আর অপর জন মেনে নেওয়া ছাড়া কোন উপায় খুঁজে পায় না । এটাই চিরন্তন সত্যি।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj