বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে চার ইভেন্টে সাফল্য ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে শেখ রাসেল (মিনি) স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে চারটি ইভেন্ট বিজয়ী হলেন জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।

১৬ই ডিসেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর এ অনুষ্ঠানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কুচকা ওয়াজ (ছাত্র) প্রথম স্থান, কুচকাওয়াজ (ছাত্রী) দ্বিতীয় স্থান,ডিসপ্লে দ্বিতীয় স্থান,দেয়াল পত্রিকা প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আব্দুল মজিদ খান, আব্দুস সালাম হেলালী, মোজাম্মেল হক (কুচকাওয়াজ এ দায়িত্ব প্রাপ্ত) নুরুল কবির, শ্রীমতী পূর্ণাম পাল,আব্দুল খালেক,গিয়াস উদ্দিন,আবুবকর ছিদ্দিক, ইফফাত সানিয়া, শ্রীমতী অশ্রু রায়, শাহ জালাল মনির (ডিসপ্লে), দেলোয়ার হোসেন সাঈদী, হাবিব উল্লাহ খালেদ, ইফফাত সানিয়া (দেয়াল পত্রিকা) দায়িত্ব প্রাপ্ত শৃংখলা কমিটি ও আপ্যায়ন কমিটি সহ সকল শুভার্থী শিক্ষার্থীদের কে।

উল্লেখ যে, এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমাসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

IT Amadersomaj