[ad_1]
ব্লগার ওয়েবসাইট সুন্দরভাবে উপস্থাপন ভিজিটরদের কাছে সত্যিই চমৎকার করে দেয়। নির্দিষ্ট ভিজিটর ওয়েবসাইটে সন্তুষ্টি থাকবে এটি সবাই চায়। আকর্ষণীয় কিংবা দর্শকের কাছে পছন্দের উপস্থাপন বিভিন্নভাবে করা যায়। তার ভেতর বর্তমান সময়সূচি বা বাংলাদেশী O, Clock হয়তো আরো একটু আকর্ষণীয় করে তুলতে পারে।
বিডি O, Clock হলো বাংলাদেশী সময়সূচি। যেমন এখানে দেখা যাবে আজকে কত তারিখ কত মাস এবং কত সাল। এক কথায় বর্তমান সময়ের সময়সূচি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা O, Clock দিয়ে থাকে।
এতক্ষণ আমরা যে O, Clock নিয়ে কথা বলছিলাম এটি উপস্থাপন হয় একটি লিংক এর মাধ্যমে, এই লিংকটি আপনি ক্রোম ব্রাউজার বা এই রিলেটেড কোন ব্রাউজারে ওপেন করে দেখে নিতে পারেন।
ওয়েবসাইট লিংকঃ https://www.zeitverschiebung.net/clock-widget-iframe-v2?language=En&size=large&timezone=Asia%2FDhaka
O, Clock ব্লগারের সেট করার জন্য উপরোক্ত লিংক সহ একটি বসানো কোড প্রয়োজন হবে। এটি যদিও বা অনলাইনে পাওয়া যায় তার ভিতরে আমি একটু এডিট করে, নিচে দিয়ে রাখলাম।
<!DOCTYPE html>
<html>
<body>
<h2>এখনকার সময়</h2>
<p>সময় দেখে সচেতন হই। সময়কে সঠিক কাজে ব্যয় করি!</p>
<iframe src=”link” height=”200″ width=”500″ title=”Iframe Example”></iframe>
</body>
</html>
বিডি O, Clock ব্লগার ওয়েবসাইটে সেট কোডিং সঠিকভাবেঃ <!DOCTYPE html>
<html>
<body>
<h2>এখনকার সময়</h2>
<p>সময় দেখে সচেতন হই। সময়কে সঠিক কাজে ব্যয় করি!</p>
<iframe src=”https://www.zeitverschiebung.net/clock-widget-iframe-v2?language=En&size=large&timezone=Asia%2FDhaka” height=”200″ width=”500″ title=”Iframe Example”></iframe>
</body>
</html>
উপরোক্ত কোডিং এর ভেতর আমি শুধু src=”link” নিয়ে একটু কাজ করেছি। যেটা হয়তো উপরোক্ত সঠিক কোডের মাধ্যমে আপনার ধারণাটি পরিষ্কার হবে।
এজন্য আমার পরামর্শ হচ্ছে কোন, পোস্ট অথবা পেজের ভিতরে নয় আপনি সরাসরি আপনার ওয়েবসাইটের গেজেটের ভিতরে প্রয়োগ করুন।
প্রথমত আপনার নির্দিষ্ট ওয়েবসাইটের সিলেক্ট করে লেআউট Layout অপশনে ক্লিক করুন।
তারপর আপনার নির্দিষ্ট জায়গা খুঁজে add a gadget অপশনে ক্লিক করুন।
তারপরে HTML JavaScript অপশন পছন্দে রাখুন।
দেখুন আমি টাইটেল সহ আমাদের মূল কোড এখানে সুন্দরভাবে বসিয়ে save করছি!
সেভ হওয়ার পর সরাসরি চোখের আইকনে ক্লিক করলে প্রিভিউ আকারে আমাদের কাজটি দেখা যাবে।
Next Prof.
আমার কাজ সঠিকভাবে হয়েছে যেটা আমি প্রিভিউ আকারে বুঝতে পারলাম। আশা করি আপনারাও এভাবে করে, বিডি O, Clock ব্লগার ওয়েবসাইটে সেট করতে সক্ষম হবেন।
১. আমি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক যেখানে বাংলাদেশী সময়সূচি সহ তারিখ দেখা সম্ভব, এটি আমার অনলাইন থেকে সংগৃহীত ছিল।
২. আর যে প্রোগ্রামিং ইমবেড কোড দেওয়া দেখেছেন এটিও আমি অনলাইন থেকে সংগ্রহ করেছিলাম।
সুতরাং দাঁড়ালো যে, বিডি O, Clock ব্লগার ওয়েবসাইটের লিংক এবং কোড সংগ্রহীত।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ