বিশেষ প্রতিনিধি : যশোরের বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলো উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।