ভর্তি ও চাকরি পরীক্ষার ফ্রি প্রস্তুতির জন্য একটি অসাধারণ মোবাইল অ্যাপ ! [ ভিডিও সহ ]

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


আসসালামুয়ালাইকুম সুপ্রিয় ট্রিকবিডিবাসি !

যে কোন পরীক্ষার জন্য পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিয়ে যাচাই করে দেখা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাপটি মূলত তাদের জন্য যারা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশ নিতে চান।

অ্যাপটিতে রয়েছে লক্ষাধিক প্রশ্ন থেকে আনলিমিটেড বার পরীক্ষা দেওয়ার সুযোগ।

 

গত একটি পোস্টে একটি সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম।

আর এই পোস্টটিতে কিভাবে ফ্রিতে অ্যাপ ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করা হবে।

 

দ্রুত প্রাকটিস সেকশনটিতে যে কেউ ফ্রিতে অসংখ্যবার পরীক্ষা দিতে পারবে। এখানে কিভাবে ফ্রিতে পরীক্ষা দিবেন তা নিয়ে আলোচনা করা হলো।

এখানে আপনি আপনার প্রয়োজনে সব বিষয়ের উপরেই পরীক্ষা দিতে পারবেন। উদাহরণ হিসেবে যদি সাইন্স সিলেক্ট করেন তাহলে সাইন্সের সব সাবজেক্ট পাবেন। আর্টস সিলেক্ট করলে আর্টস এর সব সাবজেক্ট পাবেন এবং কমার্সের জন্য কমার্সের জন্য সব সাবজেক্ট এখানে পেয়ে যাবেন।

এছাড়া আপনি চাকরি প্রার্থী হন। তবে আপনার জন্য চাকরির সেকশন আছে। বিসিএস অপশন থেকে মূলত চাকরির জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়গুলো পেয়ে যাবেন।

 

দ্রুত প্রাকটিস অপশনটিতে গিয়ে আপনি যে কোন বিষয়ের যে কোন অধ্যায়ের যেকোনো টপিক থেকে অসংখ্যবার পরীক্ষা দিতে পারবেন।

এখানে প্রতিটি প্রশ্নের জন্য সময় এবং মার্ক নির্ধারণ করা থাকবে। ভুল উত্তরের জন্য আপনার পয়েন্ট কমে যাবে আর সঠিক উত্তরের জন্য আপনি পয়েন্টস অর্জন করবেন।

এখানে যে প্রশ্নগুলো আপনি পাবেন তা মূলত বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্ন থেকে এবং মূল বই থেকে নেওয়া। এ কারণে এখান থেকে চর্চা করলে কমন পাবার সম্ভাবনাও অনেক। তাই প্রশ্ন উত্তর এবং এর ব্যাখ্যা পড়লে অনেক ভালো প্রস্তুতি নেওয়া হয়ে যায়।আর এখান থেকে আপনি ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন। যেমন পরীক্ষার আগে স্পেশাল কিছু মডেল টেস্ট ফ্রিতে পেয়ে যাবেন।

ভিডিও টিউটোরিয়ালঃ

 

কোন কুপন কোড কি আছে?

অনেকে চর্চার কুপন কোড সম্পর্কে জিজ্ঞেস করে থাকে। এখন চলমান সবচেয়ে বড় ডিসকাউন্ট এর কুপনটি হলো try20

Download link-

https://play.google.com/store/apps/details?id=com.chorcha.main

বি.দ্র. আমি কোম্পানির কোন সদস্য নয়। এবং প্রচারের জন্য কিছু করছি না। আপনাদের উপকার এবং মঙ্গল আমার এই পোষ্টের উদ্দেশ্য।



IT Amadersomaj