ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে যুবক নিহত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নে লাকমা গ্রামের আব্দুল নুর”এর ছেলে আক্তার হোসেন (১৮)।

জানা যায়, নিহত যুবক চোরাই পথে ভারতের মেঘালয় পাহাড়ের এক গুহা থেকে প্রতিনিয়তই অবৈধভাবে কয়লা আনতেন। গুহার ভিতরে গিয়ে কয়লা ভাঙার চেষ্টা করলে হঠাৎ করে উপর থেকে পাথর ও মাটি চাপায় তিনি নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্ট শনিবার নিহত যুবককে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে তার সহযোগীরা বস্তা বন্দী করে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যাকের ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রাশেদুল কবির বলেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হসপিটালে মরগে পাঠানো হয়েছে।



Source link

IT Amadersomaj