ভালোবাসার লিকেজ

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

 

  • পৃথিবীতে আপনার নিকটে থাকা মানুষটা যখন দুরত্বে সুখ খুঁজে,তখন বুঝে নিতে হয় , ভালোবাসায় লিকেজ ছিল তার কারনে কমিটমেন্ট সম্পর্কে থেকেও সে অন্য কোন কিছুতে নিজের জন্য সুখ খুঁজে নেয় ।
  • ভালোবাসায় , লিকেজ মানে -মানসিক শান্তি আপনার নিকট সে খুঁজে পাচ্ছেন না ।তাই কাছে থেকেও আপনি তার কাছে অচেনা ।ভালোবাসায় দুরত্ব চলে আসে অনেক কারনে ।
    আপনার ক্রমাগত মুখ ফিরিয়ে নেওয়া , আপনার সম্পর্কে যতটুকু সময় , কেয়ার ও মর্যাদা দেওয়া দরকার তা না দেওয়া, কারনে অকারনে অভিযোগ করা , একজন অন্য জনকে বুঝতে না পারা , এটা কারনে আমাদের অতি প্রিয় মানুষটা একসময় অপ্রিয়তে এবং অচেনা কেউ রূপান্তর হয় ।
  • প্রতিটা সম্পর্কে গিভ ইন টেক ব্যাপারটা অবশ্যই আছে , কেউ যদি দিনের পর দিন আপনার অপেক্ষায় তার সময়টা ব্যয় করে অথচ আপনি , জেনে ও বুঝেও তার সাথে আপনার খেয়াল খুশিমত ব্যাবহার করে থাকেন , তবে সে মানুষটা একদিন নিজের অজান্তেই আপনার সাথে দুরত্ব তৈরী করবে ।ভালবাসায় মুড অনুযায়ী কারো সাথে ব্যাবহার করা উচিত নয় । আমরা কেউ কারো মনের মতো হতে পারিনা কিন্তু চেষ্টা করতে পারি । সেক্রিফাইজ খুব জরুরী যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে ।
  • স্বামী-স্ত্রী , প্রেমিক প্রেমিকা , যে কোন সম্পর্কে আমরা তখনই দুরত্ব সৃষ্টি করি যখন দেখতে পাই , সম্পর্কটা আমাদের আত্নতৃপ্তি দিতে ব্যর্থ হয় ।সম্পর্কে , সম্মান , যত্ন , সাপোর্ট , মানসিক শান্তি , ও সবশেষে ভালোবাসার দরকার হয় ।যখন আমরা এ গুলো খুঁজে না পাই তখন একজন মানুষের কাছের মানুষ অচেনা হবে এটাই স্বাভাবিক । আমরা অনেকেই ভালোবাসাহীন সম্পর্ক গুলোতে থেকে যাই অনেক সময় , পারিবারিক অবস্থানের কারনে অথবা , সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত চিন্তায় ।
    মন থেকে আমরা বাস করি একে অপরের চেয়ে হাজারও গুন দূরে ।
  • ~মাসুমা ইসলাম নদী
IT Amadersomaj