ভালোবাসা ও ভালোরাখার মধ্যে পার্থক্য

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

 

এক সময় আপনি বুঝতে পারবেন , ভালোবাসা আর ভালো রাখার মধ্যে পার্থক্য কি । আপনি বুঝতে পারবেন প্রমিজ করা আর দায়িত্ব গ্রহন করার মধ্য পার্থক্য কি ? আপনি তাও জেনে যাবেন মানুষের ব্যবহারে তার কথার ও কাজের মিল কতটুকু ।মানুষ মুখে যা বলে আসলে বেশীর ভাগই আবেগ তাড়িত কথা ।আপনি বুঝতে পারবেন দিনশেষে কেউ থাকে না ।

এই সময়টা পার হলেই আপনি আপনার নিজের জন্য নিজে হিরো হয়ে দাঁড়িয়ে যাবেন আপনাকে রক্ষা করতে ।আপনি জেনেই যাবেন মানুষ আপনার সৌন্দর্যে ও গুনে বিমোহিত হলেও আপনার যত্ন করতে তারা আপনার জীবনে আসবে না ।নিজের কান্না গুলো মুছাতে নিজের হাত ছাড়া কারো হাত পাবেন না । যদি পানও তাতে ও আপনার মূল্য চুকাতে হবে ।

আপনি জেনেই যাবেন , মানুষ তার নিজের ভালো থাকার জন্য অন্যকে চুজ করে ।মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে ।এই যে জেনে যাওয়া ভালো , মন ভাঙ্গা ভালো , নিজের চারপাশের মুখোঁশ পরা মানুষ গুলো চিনে রাখা ভালো কারন তাহলে আপনি নিজেকে ভালো রাখতে শিখবেন।

~মাসুমা ইসলাম নদী –

IT Amadersomaj