ভুল মেয়ে মানুষ

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

একজন মেয়ে মানুষ তার জীবনে তখনই দুঃসাহসিক ও পাল্টা জবাব দাতা হয়ে ওঠে অনেকেই তাকে রং ওমেন বা বীচ বলে খেতাব দেয় ।

একজন রং ওমেন জন্ম থেকে রং হয়ে উঠে না , সে তার টিকে থাকার লড়াইটা নিজে একা সামলায় কোন সুগার ডেডি কিংবা প্রেমিক পুরুষ অথবা নাম পুরুষ, কোন মহান পুরুষ তার জীবনে কোন ভূমিকা রাখে না । তাই তার যুদ্ধতা একাই সামলে নিতে হয় । সে যে জুতাটা পরে তার অতীত হেঁটেছিলো সে অতীত ছিল ভয়ংকর ঘন কালো অধ্যায়ে ঘেরা ।এবং সে হেঁটেই সূর্য্যের আলোয় এসেছে ।সে শিখে নিয়েছে কি ভাবে নিজেকে ভীরে না রেখে ও নিজের জীবনের রাস্তাটা তৈরী করতে হয় । তাই তো কোন ভয় তাকে পরাস্ত করতে পারে না । সে লড়তে জানে বলেই তার সমন্ধে কে কি ভাবলো তা নিয়ে মাথা ব্যাথা নেই । মিডল আঙ্গুলটা ভালো ভাবে দেখিয়ে নিজের শান্তি সে তৈরী করতে জানে । সে রিপ্লেস করে নিজে রিপ্লেস হয় না ।

হ্যা তার জীবনে ও পুরুষ প্রয়োজন হয় তবে সেটা ভূমিকা হীন ভাবে । তার জীবনের নাম চরিত্রে মূখ্য সে নিজে ।তাই তো পুরুষ ছাড়া অচল কোন প্রানী হয়ে সে বাস করে না বলেই আপনার ভাবনায় আসে সে ভীষণ সহজ লভ্য কিন্তু সে যেটা চুজ করে ঠিক তার জন্য সে সহজ বাকীদের জন্য প্রতিপক্ষ হিসেবে একটা ক্ষুধার্ত হায়নার মতই ভয়ংকর ।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj