ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় নিখোঁজ সন্তান কে ফিরে পেল তার পরিবার

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে হারিয়ে যাওয়া শিশুকে লালমনিরহাট থেকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেয় ভূরুঙ্গামারী থানা পুলিশ।

গত ১০ জুলাই উপজেলার ঈশ্বরবরুয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হারিয়ে যায় মোঃ মাসুদ রানা (১২)। সে অত্র এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর পুত্র।

ঈশ্বর বড়ুয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হলে সিরাজুল ইসলাম ভূরুঙ্গামারী থানায় তাহার ছেলের নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরী করেন। কুড়িগ্রাম জেলা পুলিশ ও ৪ এপিবিন বগুড়া সাইবার ক্রাইম সেল এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাসুদ রানাকে লালমনিরহাট জেলার আদিতমারী থানার নামরী এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ১৩ জুলাই মাসুদ রানাকে তাহার পিতার নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফেরত দেয়।

মাসুদ রানার পিতা সিরাজুল ইসলাম নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভূরুঙ্গামারী থানা পুলিশ জনগণের পাশে থেকে নিরলশভাবে কাজ করে যাচ্ছে এবং অব্যাহত থাকবে।

IT Amadersomaj