ময়মনসিংহে আহত পরিবহন শ্রমিকদের পাশে মানবিক ওসি শাহ্ কামাল আকন্দ 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


এনামুল হক ছোটন : ময়মনসিংহের চায়না মোড় সংলগ্ন স্থানে গত ১১ নভেম্বর (শনিবার) রাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবককে খুন ও পরিবহন শ্রমিকদের উপর অতর্কিত হামলার ঘটনায় আহত/ চিকিৎসাধীন ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।

সোমবার (১৩ নভেম্বর) তিনি আহত এবং চিকিৎসাধীন শ্রমিকদেরকে মানবিক সাহায্য হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, অপরাধী যেই হোক না কেন, আমরা দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো। এ সময় যুগ্ম-সাধারন সম্পাদক আলী হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলী হোসেন জানান, ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের দুই জন সম্মানিত সদস্য শ্রমিক আহত হন এবং সাকিব নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই ঘটনার শোনার সাথে সাথে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান এবং আজ যারা আহত হয়েছেন তাদের হাতে এক এক জনকে পাঁচ হাজার টাকা করে তুলে দিয়েছেন। উনি একজন সাদা মনের মানুষ এবং মানবতার ফেরিওয়ালা ওনার সর্বদায় মঙ্গল কামনা করি।

IT Amadersomaj