ময়মনসিংহে এমএএফের সহযোগিতায় ডিআই এর উদ্যোগে  ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এনামুল হক ছোটন: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ এর উদ্যোগে ১২ আগষ্ট শনিবার দিনব্যাপী নগরীর গ্রীণ পয়েন্ট নামক একটি কনভেনশন হলে ” নাগরিক প্রত্যাশা ” বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সোসাইটি সহ অন্যান্য সেক্টরের প্রতিনিধিগণেরর সাথে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ-এর সভাপতি ও আওয়ামী লীগের পলিটিক্যাল ফেলো সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও বিএনপির ফেলো এমএএফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দের মধ্যে প্রশিক্ষণ কর্মশালায় ৫ টি গ্রুপ বিভক্ত হয়ে নাগরিকদের প্রত্যাশা নিয়ে গোলটেবিল বৈঠকে আলোচনা করেন।

এমএএফ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, এমএএফ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমীন, এমএএফ সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে.এম মাহবুবুল আলম, এমএএফ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, এমএএফ উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ বক্তব্য রাখেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডিআইয়ের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার।

সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক। নাগরিক প্রত্যাশা শীর্ষক অদ্যকার গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টির পলিটিকাল ফেলো,মাস্টার ট্রেইনার সহ,সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্টেকহোল্ডারগণও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্যানেল আলোচকগণ ময়মনসিংহের নাগরিক প্রত্যাশায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এই ধরণের সময়োপযোগী ও কার্যকর মতবিনিময় সভার ভূয়সী প্রশংসা করেন এবং প্যানেল আলোচক সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাগণ ঐক্যমত পোষণ করে বলেন, নাগরিক সেবার মান বৃদ্ধি মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে। মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের নেতৃবৃন্দও সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

The post ময়মনসিংহে এমএএফের সহযোগিতায় ডিআই এর উদ্যোগে  ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা  appeared first on বাংলাদেশ সকাল.

IT Amadersomaj