ময়মনসিংহে জাকের পার্টির ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ইসলামী সমাবেশ ও র‍্যালি  

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


এনামুল হক ছোটন: জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সাহেবের নির্দেশে সারা দেশ ব্যাপী জাকের পার্টি ও জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে ফিলিস্তিনিদের উপর বর্বর ও নিশৃংস হামলার প্রতিবাদে ইসলামী সমাবেশ ও র‍্যালীর আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা ও মহানগর জাকের পার্টি ও জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২৭ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা ময়মনসিংহের প্রানকেন্দ্র ময়মনসিংহ রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

জাকের পার্টি ময়মনসিংহ মহানগরের সভাপতি ইলিয়স কাঞ্চন কামরুল এর সভাপতিত্বে ইসলামী সমাবেশে বক্তব্য রাখেন

জাকের পার্টির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি ময়মনসিংহ জেলার সভাপতি আবুল কাসেম, জাকের পার্টির কেন্দীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসংহ বিভাগ) মোঃ আজহারুল ইসলাম, ময়মনসংহ সাংগঠনিক বিভাগের সভাপতি শেখ সেলিম আলদ্বীন।

এছাড়াও ইসলামী সমাবেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দরা ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ব হয়ে ফিলিস্তিনের পাশে দ্বারানোর আহ্বান করেন।

উল্লেখ্য- নেতৃবৃ্ন্দরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সাহেবের মুসলিম বিশ্বের প্রতি কয়েকটি দাবির আলোকেও আলোচনা করেন।

মুসলিমদের সার্থ সংরক্ষনের জন্যে, মুসলিমদেরকে মানব রূপী দ্বানবের হাত থেকে রক্ষা করার জন্যে এমত অবস্তায় দ্রুত বিশ্ব ইসলামী ব্যাংক গঠন করতে হবে।

ওআইসিকে জাতিসংঘের বিকল্প হিসেবে গড়ে তুলতে। ৫৭টি মুসলিম দেশ নিয়ে সামরিক জোট গঠন করতে হবে। নেতৃবৃন্দরা শান্তি কামি জনতা ও মুসলিম জনতাকে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ্য হয়ে এসব মানবতা বিরোধী কর্মকান্ঠের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দ্বারানোর আহ্বান করেন। পরে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে মোনাজাত করার মাধ্যমে শেষ হয়।

IT Amadersomaj