ময়মনসিংহ সদর উপজেলার এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেনের যোগদান 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


এনামুল হক ছোটন : ময়মনসিংহের সদর উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড/ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ উজ্জল হোসেন। জানা যায়, এর আগে তিনি শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন। ঐতিহ্যবাহী নগরী ময়মনসিংহ সদর উপজেলায় নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন বলেন, সদর উপজেলা ভূমি অফিস থাকবে দালাল ও প্রতারকমুক্ত। জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ। প্রতি বুধবারে গণশুনানি হবে, সেবা নিতে আসা গ্রাহকরা ভূমি সেবা , জমি ক্রয়-বিক্রয়, নামজারি, জমির পাজনা ভূমি উন্নয়ন কর পরিশোধ ইত্যাদি কাজে মানুষকে সার্বিক সহযোগিতা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় ভূমি মন্ত্রণালয়ের বর্তমান লক্ষ্য পূরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে, সহজে ও দর্শন কমিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা তা বাস্তবায়নের চেষ্টা করছি। আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে সকল মানুষকে সেবা দেওয়াই আমার নৈতিক দায়িত্ব।

IT Amadersomaj