মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইন্টারন্যাশনাল ডেস্ক: আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৩২- এ পৌঁছেছ। ভয়াবহ এই ভূমিকম্প এবং ৩২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, খবর পার্সটুডে।

গতরাত ১১টা ১১ মিনিটের সময় এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাই আটলাস পর্বতমালার দুর্গম অঞ্চলে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।মরক্কোর সদস্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।

আহত লোকজনকে এসব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিবেশী আলজেরিয়া থেকেও এই ভূমিকম্প অনুভূত হয় তবে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

IT Amadersomaj