মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের বিদায় সংবর্ধনা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


এনামুল হক ছোটন : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ অবসরে গেছেন। গত মঙ্গলবার শেষ কর্মদিবস পালন করেন এ শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং বুধবার থেকে তার পিআরএল শুরু। পিআরএল উপলক্ষে বোর্ড চেয়ারম্যানের বিদায় সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বিদায় অনুষ্ঠানে অধ্যাপক কায়সার আহমেদকে বিদায় সংবর্ধনা দেন মাদরাসা শিক্ষা বোর্ড এর সহকর্মীরা এবং তার কর্মময় জীবনের সুখ ও স্মৃতি তুলে ধরেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর মহাপরিচালক প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক সিদ্দিকুর রহমান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক শাহ আলমগীর , প্রকাশনা সম্পাদক রিয়াদুল ইসলাম,সরকারি মাদরাসা ই আলিয়ার অধ্যক্ষ, বিএমটিটিআইয়ের অধ্যক্ষসহ মাদরাসা শিক্ষা অধিদপ্তর, অন্যান্য দপ্তর-সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তারা প্রফেসর কায়সার আহমেদ এর বর্ণাঢ্য কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানাবিধ কর্মকান্ড তুলে ধরেন ।

IT Amadersomaj