মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা তুমি আমায় চিনো না

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


তুমি আকাশ কে বুঝো, মেঘ ডাকলে বৃষ্টি হয় জানো,
শুধু আমার ডাকের অর্থই হয়তো বুঝো নাহ্,
অথচ তুমিও আমাকে আকাশ ডাকো।

আমার স্বপ্নগুলো চাইতেও অকুসংস্থানে থাকে,
কিছুদিন থাকে শব্দ হয়ে ভাসে আকাশের বেশে।
মেঘের গানে ছুঁয়ে যায় আমার কবিতার ব্যাথা,
তুমি যখন বৃষ্টি হয় মেঘের রঙে ভিজিয়ে যায় পাথর বাঁচা।

আমি কতটা দেখি তোমায় আকাশের মতো সমুদ্রের মতো,
তুমি কতটা শুনি আমার বাতাসের সঙ্গে খেলা গানের গতি।
আমার কবিতা তোমায় ডাকে আকাশের বাদলের মতো,
শুধু তুমিই আমার কবিতার অর্থবোধ করতে পার না বারণ মালার পরশের সাথে।

তুমি আকাশকে ডাকো, আমি তোমাকে ডাকি,
এক হতে পারে কবিতার কাহিনী, মেঘের বৃষ্টিতে মিশে গেছে আকাশের ছায়া।

তুমি আমায় চিনো না – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj