মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা নিশিকন্যা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নিশিকন্যা এল বসন্তের রাতে,
পূর্ব আকাশে চাঁদ ভালোবেসে ।
চোখে রঙিন নীল আকাশ,
মেঘে আলোর ছায়া,
হৃদয়ে মধুর কান্তি, পূর্ণিমার পালা।

স্নিগ্ধ হাওয়া এলো মুগ্ধতার সাথে,
পুষ্পের সুরভি নিয়ে গেলো মাধবীর হাতে।
বিহঙ্গ কুঞ্জে নাচে, ফুলে মধু মাখা,
আনন্দে মর্মরে ভরা দিনের কিনারা।

নিশিকন্যা মোহন নগর পালে ঘুরে ফিরে,
সঙ্গে নাচে মৃদঙ্গ, মাধুরী গায় সুরে।
প্রেমের বাজে বাঁশি, ছায়ায় তরে ছায়া,
কাঁদছে নাচে নগর বিখ্যাত নরপালা।

নগরদ্বার সেথা ছায়া মেলে মনের সুখে,
ছন্দে ছন্দে বাজে কবিতার মধুময় সুরে।
নিশিকন্যা নৃত্য করে,
হৃদয় ভরে মোহনীর প্রেমে।

নিশিকন্যা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj