মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা বুকে ব্যাথা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


তিব্রতম ব্যাথায় যখন;
ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে বুক-
তখন আমি ভাবছি;
তুমি এমন বিভীষিকার মত,
আমায় ছেড়ে না গেলেও পারতে।

তুমি থাকতে পারতে পাখির মতো-
শূন্য হৃদয়ে বাঁধতে বাসা।
ঝড় ঝাপটায় আগলে রাখতে;
অকৃত্রিম ভালোবাসায়।

তুমি যদি পাশে থাকতে-
চাঁদ জাগা রাতে,
জোনাকিপোকা মতো-
আলো জ্বেলে দিতাম অন্ধকার সবে।

তুমি থাকলে পাশে এক নিমিষে
বুকের ব্যাথাও লাগব হতো,
তোমার পরশ পেয়ে।।

বুকের ব্যাথা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj