মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা মাক্সের আড়ালে তুমি

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


সে পরিক্ষায় পাশ করুক,
সাফল্যে ছেয়ে যাক সবি,
মাক্সের আড়ালের মুখটি –
সবার সামনে প্রকাশ পাক,
দেয়ালে লিফলেটে তার মাক্স বিহীন ফটো-
ছাপা হোক; তাকে একটিবার দেখি।
নয়ন ভরিয়া আঁখি সলিলে তাকে দেখি।

চৌরাস্তায় বিদ্যুতের কুটিটিতে লাগানো হোক
তার সাফল্যগাথা, মাক্স বিহীন ফটো।
মাক্সের অন্তরালে লুকিয়ে থাকা তাকে দেখি।

সে পরিক্ষায় পাশ করুক,
মাক্সের আড়ালের মুখটি –
সবার সামনে প্রকাশ পাক,
একবার চাই তাকে সত্যিকারে দেখতে।
মাধুর্য ভরা মুখে পুস্ফুটিত হোক-
শহরের সমস্ত সৌন্দর্য।
বিনার সুরে বাজুক ভালোবাসার প্রতিধ্বনি,
অলিতে-গলিতে বসুক রঙের খেলা।

তাকে দেখার সকল ইচ্ছে পূর্ণ হোক,
মিটে যাক সকল আশা।

মাক্সের আড়ালে তুমি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj