মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা ঢেঁকি

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


কত নারীর পায়ের ছন্দ, কত কথা,
আর হাসি-কান্না মিশে আছে ঢেঁকির গায়ে।
জীবনের মঞ্চে এক এক করে আসে,
নারীর জীবন, গীতিময় গানে হাসে।

স্বপ্নের ছাতার আড়ালে কত বিচারণা,
হাসি মিশে আছে যেন ঢেকির নির্জনতা।
বালা থেকে গৃহিণী, মা হয়ে যাওয়া,
কত বিচিত্র কাহিনী ঢেকির দাঁড়াওয়া।

জীবনের আকাশে উড়ান বুনে যেতে,
আবেগের ঝর্ণায় পথ চিহ্নিত করে যেতে।
নারীর পা যখন ঢেকির গায়ে পড়ে,
সেই স্বরে মুক্তির সংগীত বাজে যেতে।

মৃত্যুর আগে যে জীবনের কাহিনী,
নারীর হাসি, আশা, ভালবাসা, শেষ মীনারী।
সব মিশে আছে সে ঢেকির মাধুরীতে,
নারীর জীবন নির্মাণ এ প্রতিপাদিতে।

ঢেঁকি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj