মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা মৃত্যু ও আশা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মৃত্যু আমাকে চুম্বকের মতো টানছে,
আমি বুঝে গেছি মানুষের স্বপ্নের শেষ নেই।
আবারও সূর্য উদিত হয়, অতল রাতের পর,
আশার আলো ছড়িয়ে, দিবসের কাছে আসে।

মৃত্যুর আঁধার যেন দূরে হয়,
আমরা নিরন্তর আশায় আগামীর স্বপ্নের মধ্যে।
জাগো, জাগো সকল, নতুন দিন আসে,
আলোর সাথে শুরু হোক নতুন প্রেমের সফর।

মৃত্যু ও আশা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj