মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা একমুঠো ভাতের স্বাধীনতা চাই

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্বাধীনতা পেয়েও স্বাধীন হলাম না

অমন স্বাধীনতা কে চায়?

একথাল ভাতের জন্য যাদের-

দিনরাত এক হয়ে যায়।

ঘাম হয়ে ঝরে রক্ত,

তাদের স্বাধীনতা চাই।

এক টুকরাে মাছ,

এক টুকরো মাংসের চাহিদা

মেহনতি মানুষের একমুঠো ভাতের স্বাধীনতা চাই,

চাই চাই চাই স্বাধীনতা চাই,

এক টুকরাে মাছ, মাংসের স্বাধীনতা চাই।

যখন শুনি অভাবে তাড়নায় –

স্ত্রী সন্তান হত্যা করে নিজেও ঝুলে মরে ফাঁসিতে

তখন এই স্বাধীনতা কে চায়?

একমুঠো ভাতের স্বাধীনতা চাই,

এক টুকরাে মাছ, মাংসের স্বাধীনতা চাই।

ক্ষুধার জ্বালা সইতে না পেরে ইদ্রিস আলী’রা না করুক আত্মহত্যা।

স্বাধীনতা চাই,

একমুঠো ভাতের স্বাধীনতা চাই।

একমুঠো ভাতের স্বাধীনতা চাই – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।

#কাব্য

#দীপ্ত

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj