মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা শহরের ঘোর সমীরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আমাদের হাটা হয়নি বহুদিন সবুজ অরণ্যে,
চোখে নির্ঝর পড়ে , দুঃখে মন ভাসে মোর।

আমাদের যাওয়া হয়নি নার্সারি কিংবা বাগানে,
ফুলের গন্ধ মনে নাই, দিনগুলি যেয়ে যায় শূন্য পানে।

শহরের ঘোর সমীরণে আমাদের দিন গড়া হয়,
সবুজের স্পর্শ মিশে, পাখির গান অশ্রু হয়ে পড়ে।

কিন্তু আবার আশা জাগে, সবুজ অরণ্যে যাব একদিন,
প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের হৃদয় জুড়ে যাবে প্রতিটি স্থান।।

শহরের ঘোর সমীরণ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।  
#কাব্য

IT Amadersomaj