[ad_1]
গত কালে আম্মা এসেছিলো,
চোখের জলে স্মৃতি ঝরে ফেলিলো।
আম্মা চলে যাওয়ার ক্ষনে,
আমার বুকের মাঝে বেদনা গভীর বুনে।
আম্মা, আপনি কেন চলে গেলেন?
আমার আত্মা অবিরাম কাঁদতে থাকে সেজন্য।
আম্মার জড়িয়ে ধরা, চুম্বন,
সে আলিঙ্গন যেন জীবনের সবচেয়ে মূল্যবান।
আম্মা আপনাকে ভালোবাসি অসীম,
আমার চোখে আপনি সব সময় পৃথিবীর সেরা মা।
আম্মা বাড়ি গেলো – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]