মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা ফিলিস্তিনের ঘুমহীন শিশু

লেখক: Amadersomaj
প্রকাশ: ৭ মাস আগে


ফিলিস্তিনি ঘর হারা ঘুমহীন,
শিশুটির ঘুমানোর জায়গা দাও খোদা!
সাত আসমান থেকে নিচে এসো,
সর্ব শক্তিমান দয়ালু আল্লাহ।
নিষ্পাপ এ শিশুটাকে ঘুমাতে দাও!

ঘরটি খুব দূরের ফিলিস্তিনে,
যেখানে ঘুম নাই,থাকার স্থান নাই।
তাকে প্রতিজ্ঞা করেছি আমরা,
সাত আকাশ থেকে নেমে আসবে আল্লাহ!

সময় হলো বিদায় করার,
পৃথিবী শুধু অপরাধের জগত।
কবে তুমি ফিরে আসবে,
এই শিশুকে ঘুমাতে আল্লাহ?

দুঃখটা আমার হৃদয়ে,
শিশুটি ঘুমাতে চায় খোদার কাছে।
দয়া করো দয়াময় আল্লাহ,
শান্তি ফিরিয়ে দাও!

ফিলিস্তিনের ঘর হারা শিশুটি
কাঁদছে অপেক্ষায় ঘুম নিতে।
বর্বরতা হতে মুক্তি দাও,
ফিরে আসুক শান্তি।

ফিলিস্তিনের ঘুমহীন শিশু – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj