[ad_1]
যদি ইচ্ছে হয় তবে এসো
মন্তব্য শেষে গন্তব্য হয়ে,
এসো বধু রাঙা চরণে
হৃদয় মাজারে।
বরণ করিব অশ্রুসিক্ত নেত্র জলে
একশো আটটি নীল পদ্মে।
যদি ইচ্ছে হয় তবে এসো
সকল মন্তব্য শেষে গন্তব্য হয়ে।
মন্তব্য – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]