ছোটবেলায় স্বপ্ন ছিল,
পৃথিবী ছুঁয়ে যাবো।
আকাশ ছুঁয়ে যাবো,
পাখির মতো উড়ে।
কিন্তু কপালের লেখা,
অন্য রকম ভাবে লেখা।
পরিবারের বড় ছেলে,
দায়িত্বের বোঝা ভারী।
স্বপ্নগুলো গুঁজে রাখলাম,
বাস্তবতার মাটিতে।
পরিবারের জন্য লড়াই,
জীবনের প্রতিটি মুহূর্তে।
কষ্টের পথ ঠেলে,
এগিয়ে যেতে হলো।
চোখের জল লুকিয়ে,
হাসি মুখে থাকতে হলো।
ভাইবোনদের পাশে,
সবসময় ঠাঁই দিলাম।
তাদের সুখে, দুঃখে,
সঙ্গী হয়ে রইলাম।
অনেক সময় মনে হয়,
অবুঝের বোঝা মাথায়।
তবুও চলার পথে,
কোনোদিন থামিনি ক্ষণে।
জীবনের পাঠ শিখেছি,
প্রতি পদে পদে।
ধৈর্য্য, সাহস, ত্যাগ,
সবই হয়েছে সঙ্গী।
আঁধারের দিশা থেকে,
আলোর দিশা খুঁজে।
পরিবারের বড় ছেলে,
এগিয়ে যাবে চলে।
স্বপ্ন হয়তো পূর্ণ হয়নি,
কিন্তু মাথা উঁচু করে।
পরিবারের বড় ছেলে,
গর্ব করে বলবে,
“আমি লড়াই করেছি,
শেষ পর্যন্ত।”
বড় ছেলে – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য