[ad_1]
একাকীত্ব কেমন আছো তুমি?
কেমন কাটে সময়?
রোদ্দুর ভোলায়,স্বপ্ন-নীল ভাবনায়,
কেমন পোহায় বেলা?
কেমন আছে বিষাদ,
না পাওয়ার আর্তনাদ?
আশা নিরাশ করা নিরাক,
তপ্ত কল্পনা?
আচ্ছা, সেই মায়া কেমন আছে?
যার জন্য তোমার আকাশে,
অমঙ্গলের ছায়া।
তার চোখে বিভোর ঘুম জড়ানো,
রক্তজবা অবহেলায় চুলে গুজে?
তার রূপের জাদু কি ফিরে গেছে,
ভূমধ্যসাগরে?
একাকিত্ব ভালো থেকো তুমি,
তোমরা মিলে।
নিঃসঙ্গতা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
এখানে এপর্যন্ত ৮টি মন্তব্য এসেছে।
[ad_2]