মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা সোমেশ্বরী

লেখক: Amadersomaj
প্রকাশ: ৫ মাস আগে


পর্বত চূড়ায় মেঘের বাঁধন,
নীচে নদী বয়ে চলে গান।
দুর্গাপুর, বিজয়পুর পাহাড়,
সোমেশ্বরী নদীর ধার।

স্বচ্ছ পানি, ঝর্ণার মতো,
বালিয়াড়ি চিকন, সাদা রঙ।
পাখিরা ডাকে মধুর সুরে,
মন ভরে যায় প্রকৃতির স্পর্শে।

ইতিহাস বহন করে নদী,
অনেক রহস্য লুকিয়ে আছে।
স্নান করলে পূর্ণতা পেতাম,
সুযোগ পেতাম যদি।

কিন্তু দূরে থাকি শহরের বুকে,
নদীর তীরে যেতে পারি না।
শুধু স্বপ্নে দেখি সোমেশ্বরী,
একদিন তার তীরে যাবো বলে।

তখন স্নান করব নদীর জলে,
ধুয়ে ফেলব মনের ময়লা।
পূর্ণতা পাব জীবনে,
সুখে-শান্তিতে থাকবো।

সোমেশ্বরী – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj