মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা অপেক্ষা

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


আমি অপেক্ষায় ছিলাম বহুকাল
বসন্তের সৌন্দর্য দেখবো বলে
শিমুল ,অশোক, ক্যামেলিয়া দেখার জন্য।
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে।

কারো অপেক্ষায় ছিলাম
হয়তো সে বলেছিলো”অপেক্ষা করিস মেলায় যাবো”।
-আমি অপেক্ষায় থেকেছি।

একবার আমার প্রিয়বন্ধু দেলোয়ার
কথার ছলে বলেছিলো,
তুই তো ব্যাটা ঘর হতে বাহির হসনা
“চল, তোকে নিয়ে ইটখোলার মাঠে যাবো
বিস্তীর্ণ মাঠ দেখবি, রাতের জোছনা দেখবে,
ঝিঁঝি পোকার আলো দেখবি
ইট শ্রমিকের জীবন দেখবি,
কবিতা লেখার কিছু উপাদান পেলেও পেতে পারিস।
বাহির হুস আসব আমি
-আমি অপেক্ষায় থেকেছি;

মায়াবতী বলেছিলো, অপেক্ষায় থেকো
বাঁশ বাগানে বড় জাড়ের নিচে –
আসব খানিক নিশি রাতে
-আমি অপেক্ষায় থেকেছি;
আমার জলতরঙ্গের আঁখিতে
তার অপেক্ষা..

অপেক্ষা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj