মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা শহর কেনো বিষন্ন আজ?

লেখক: Amadersomaj
প্রকাশ: ৫ মাস আগে


ধূসর আকাশে মেঘের কালো ছায়া,
শহরের মুখ আজ ম্লান, মন খারাপ।
রাস্তার ধারে শুধু নিঃসঙ্গ পাখি ডাকে,
হাওয়ায় ভেসে বেড়ায় হতাশার আবেগ।

কোথায় সেই হাসিমুখ, কোথায় সেই গান,
শহরের বুকে আজ শুধু নীরবতা।
মানুষের মুখে নেই কোন আলো,
চোখে নেই আশার আলো।

কী হয়েছে আজ এই শহরের,
কেন এমন বিষণ্ণ মন তার?
হয়তো কারো মৃত্যুতে হয়েছে শোক,
তাই এমন নিরুদ্বেগ, এমন বিষণ্ণ মন।

তবে কি আমার মৃত্যু হলো,
তাই এমন শূন্যতা এই শহরে?
হয়তো আমি চলে গেলেই,
মুছে যাবে এই শহরের বিষণ্ণতা।

কিন্তু না, আমি তো এখানেই আছি,
শুধু অন্য রূপে, অন্য ভাবনায়।
শহরের বিষণ্ণতা আমারও,
কারণ এই শহর আমার প্রিয়।

আমি চাই এই শহর আবার হাসুক,
আবার গান গাক, আবার আলোকিত হোক।
মানুষের মুখে ফিরে আসুক হাসি,
চোখে জ্বলে উঠুক আশার আলো।

আমি চাই এই শহর বেঁচে থাকুক,
সুন্দর, সমৃদ্ধ, এবং সুখী।
আমি থাকবো এই শহরের সাথে,
এই শহরের প্রতিটি মুহূর্তে।

শহর কেনো বিষন্ন আজ? – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj