মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা সমুদ্র সম্মুখে

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


তোমার চোখের নীরব ভাষায়
হাওয়ায় মোড়া সবুজে আশায়‚
মনের ঘরে সন্ধ্যেবেলা —
দেওয়াল জুড়ে প্রেম এঁকে দেয়!

সন্ধ্যে হলেই‚ মনের মাঝে..
শব্দেরা সব সারিবদ্ধ —
তোমার জন্যই প্রেমের নরম আঁচে‚
ইচ্ছেগুলো রোজ আরও একবার বাঁচে!

বিলাসী কিংবা সুরুচিসম্পন্ন‚
যে শ্বাস ফেলে এগুতে হয়;
সে শ্বাস টেনে নেয় —
কোন আড়ম্বড়ে?

মানুষ তো ডাঙ্গাতেই দিনে
দশবার মরে ডুবে;
এই কথা কি বলা যায় —
সমুদ্র সম্মুখে!

সমুদ্র সম্মুখে – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj