মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা জীবন চলার পথে এক ক্লান্ত পথচারী

লেখক: Amadersomaj
প্রকাশ: ৫ মাস আগে


জীবন চলার পথে আমি এক ক্লান্ত পথচারী,
পায়ে ধুলো, পোশাকে ঘাম, মনে ভার।
দীর্ঘ পথ হেঁটে গেছি, এখনো অনেক বাকি,
কখন মিলবে শান্তি, কখন থামবে আঁকি-বাঁকি?

সূর্যের তীব্র আলো চোখে ঝলমলে করে,
সৃষ্টির রহস্যময় খেলা মনে প্রশ্ন জাগে।
পথের ধারে ফুটেছে রঙিন ফুলের বাগান,
কিন্তু মনে নেই কোন সুখের গান।

পাখিরা কলতান করে গান গায় আকাশে,
কিন্তু আমার মনে নেই কোন আনন্দের আশে।
পৃথিবীর সৌন্দর্য দেখে মন ভরে না,
ক্লান্তির কষ্টে মন কাঁদে, চোখে জল আসে না।

কখন মিলবে শান্তি, কখন থামবে আঁকি-বাঁকি?
জীবন চলার পথে আমি এক ক্লান্ত পথচারী।

জীবন চলার পথে এক ক্লান্ত পথচারী – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj