মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা তারা

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


নীরব রাতের তারাগুলি-
নিশিত রাতে জাগে‚
একলা চাঁদ সাক্ষী হ’য়ে-
আগলে তাদের রাখে।

মনের দুয়ারে এলো বুঝি-
শিশির ভেজার লগন‚
হিমেল হাওয়ায় নেইকো লাজ-
কুয়াশায় ঘেরা গগন।

নিশিত রাতের তারাগুলি-
কেমনে জেগে রয়;
একলা চাঁদ সাক্ষী হ’য়ে-
কেবল দেখে যায়।

তারা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj