[ad_1]
শীতের কমলা রোদে-
গলে যায় অভিমান‚
আলটুসি শিশিরের মতো-
ঝরে পড়ে পিছুটান;
লেখা যদি নাই থাকে-
খাতে থাকুক হৃদের ডোরে‚
ভরে থাকুক স্মৃতি জুড়ে..
এমন অসংখ্য খামখেয়ালে!
বিনি সুতোয় বাঁধা থাক-
মনের এ সুগভীর মিতালী‚
অভিমান অনুরোধে সেঁকা হোক-
পশমিনা আতরী….
শীতের রোদ – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
এখানে এপর্যন্ত ১৪টি মন্তব্য এসেছে।
[ad_2]