[ad_1]
রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকালে কোতয়ালি পুলিশ যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট মিঠুর স’মিলের সামনে প্রবীর কুমার চক্রবর্তী ও মোহাম্মদ মাহাবুবুর রহমান নামে দুই যুবককে ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক অপারেশন্স পলাশ বিশ্বাসের নেতৃত্বে এসআই ইয়াসিফ আকবর জয়সহ একদল পুলিশ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টায় সদর উপজেলার পুলেরহাট নামকস্থানে ৫২ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।
প্রবীর কুমার চক্রবর্তী সদর উজেলার নরেন্দ্রপুর গ্রামের বর্তমানে তেঁতুলতলা এলাকার দূর্গাপ্রসাদ চক্রবর্তীর ও মোহাম্মদ মাহবুবুর রহমান সদর উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ সময় তাদের ব্যাবহৃত একটি সাদা রংয়ের টয়োটা করোলা প্রাইভেট কার (ঢাকা মেট্টো খ-১৩-০৪৮৭) এর মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুবুর রহমান প্রাইভেট কারটি চালকের আসনে ও প্রবীর কুমার চক্রবর্তী যাত্রীর আসনে ছিল বলে পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানিয়েছেন।
[ad_2]
Source link