[ad_1]
নাসিম রেজা, যশোর॥ মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক, ভুয়া কাবিন নামায় বিয়ে করে শারীরিক সম্পর্ক, শেষমেষ প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এসব অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোরের জয়তী সোসাইটির এনজিও বাদী হয়ে আশরাফুল ইসলাম কল্লোল নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন।
আসামি আশরাফুল ইসলাম কল্লোল ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার খালিশপুর গ্রামের ওয়ালিউল ইসলামের ছেলে।
বাদী মামলায় বলেছেন, তিনি এনজিও সংস্থা জয়তী সোসাইটিতে কাজ করেন। ২০১৮ সালে আসামি কল্লোলের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০১৯ সালের ২০ জানুয়ারি এক লাখ, ২০২০ সালের ১ জানুয়ারি দুই লাখ, ১০ ডিসেম্বর এক লাখসহ বিভিন্ন সময় মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা ধার স্বরূপ গ্রহণ করে কল্লোল। এরই মধ্যে কল্লোল ওই নারীকে বিয়ে করবে বলে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতে থাকে। এরপরে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি একজন ভুয়া কাজী ডেকে কাবিন নামায় সাক্ষর করে নাসিমাকে বিয়ে করে কল্লোল। স্বামী-স্ত্রী হিসেবে তারা শারীরিক সম্পর্কও করে। কিন্তু কল্লোল কোন ভাবেই ওই নারীকে বাড়িতে নিয়ে সংসার করতে রাজি হয়নি। এক পর্যায় বিয়ের কথাই অস্বীকার করে কল্লোল। বাধ্য হয়ে আইনানুক সহযোগিতা চেয়ে প্রথমে আদালতে মামলা করেন। যা বিচাররাধীন। এছাড়া কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিহির মন্ডল জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]
Source link
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ