যশোরে র‍্যাবের অভিযানে ৩০টি ককটেল বোমা ও পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : যশোর শহর ও বেনাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ টি ককটেল বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার ২০ নভেম্বর রাতে এ অভিযান চালানো হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, বিভিন্ন স্থানে ক্ষতিসাধন ও নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলার বিভিন্ন এলাকায় ককটেল বোমা সংরক্ষণ করা হচ্ছে।

এরপর সোমবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ থেকে বিশেষ ভাবে রক্ষিত ৯টি ককটেল বোমা ও ১টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে পূর্ব পরিকল্পিত ভাবে উদ্ধারকৃত ককটেল বোমা একত্রিত করা হয়েছিল।

ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। একই সময়ে একটি জিডি করা হয়।



Source link

IT Amadersomaj