যশোর জেলা ডিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ২

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


যশোর অফিস : যশোর জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিল, ইয়াবা ও গাজাসহ  ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। যশোর জেলা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৪টি সফল অভিযানে  ২০০ (দুইশত) বোতল ফেনসিডিল, ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার সহ দুই কারবারীকে গ্রেফতার করে।

অভিযান ১ :  গত ১৭ নভেম্বর ২০২৩খ্রিঃ ডিবি যশোরের এএস আই(নিঃ) বিপ্লব সরকার, এসআই(নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ) আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৩৫ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন বর্নি গ্রামস্থ বেনাগাড়ী বটতলার সামনে বর্ণি টু রাজাপুর গামী পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া মতে দুইটি প্লাষ্টিকের বস্তার মধ্যে হতে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান ২ : গত ১৮ নভেম্বর ২০২৩খ্রিঃ, ডিবি যশোরের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলা ১৭.০৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৭নং চুড়ামনকাঠি ইউনিয়নের আদর্শপাড়া গ্রামস্থ ষষ্ঠি বেলতলা নামক স্থানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইসলাম গোলদার(৫২), পিতা-মৃত হামজা গোলদার, মাতা-ফাতেমা বেগম, সাং-চুড়ামনকাঠি মাঠপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ০১ (এক) কেজি গাঁজা সহ উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান ৩: ১৮ নভেম্বর ২০২৩খ্রিঃ ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ) মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০১.৩০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নরেন্দ্রপুর পূর্বপাড়া সাকিনস্থ ধৃত আসামী মিরাজ হোসেন(৪০) এর বসত বাড়ীর আঙ্গিনা হইতে আসামী ১। মিরাজ হোসেন(৪০), পিতা-মৃত নওয়াব আলী দফাদার, মাতা-ইসমত আরা, সাং-নরেন্দ্রপুর পূর্বপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান ৪: ১৮ নভেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে  ১৯.১০ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন শার্শা থানাধীন গোগা বিলপাড়া সাকিনস্থ জনৈক আয়নাল আলী(৪৫), পিতা-মৃত মুসা করিম এর ধানী জমি হইতে অজ্ঞাতনামা আসামদের ফেলে যাওয়া মতে একটি প্লাষ্টিকের বস্তার মধ্যে হতে মোট ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।



Source link

IT Amadersomaj