[ad_1]
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।
আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে যে কোনো ইউটিউব ভিডিওর Thumbnail কিভাবে ডাউনলোড করে নিবেন।
প্রথমে প্লে স্টুর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিন। আগে থেকেই ডাউনলোড থাকলে Open করে নিন।
তারপর সার্চ অপশনে টাইপ করুন।
@@YouTubeThumbnailBot তারপর নিচের মতো দেখাবে।
তারপর START এ ক্লিক করে বটে জয়েন করে নিন।
জয়েন করার পরে ইউটিউব এ চলে যান এবং যে ভিডিওর Thumbnail ডাউনলোড করবেন সে ভিডিওর লিংক টি কপি করে নিন।
তারপর আবার টেলিগ্রামে যেয়ে , যে বটে জয়েন হয়েছিলেন সেখানে ম্যাসেজ অপশনে কপি করা লিঙ্কটা সেন্ড করে দিন।
তাহলেই সেই ভিডিওর Thumbnail আপনার সামনে চলে আসবে।
ধন্যবাদ।
পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।
ভিডিও:
[embed]https://www.youtube.com/watch?v=-qH0veWwdcU[/embed]
এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM
[ad_2]
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ