রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নিজস্ব প্রতিবেদক॥ কুড়িগ্রামের রাজারহাট এলাকার নালাকে নদ বানানো এবং অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয় করে খবর প্রকাশ, ফেসবুকে শেয়ারের ঘটনায় প্রথম আলো’র সম্পাদক ও বেরোবি শিক্ষক ড. তুহিন ওয়াদুদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনালে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫/২৬/২৭/২৯/৩১ ধারায় এ মামলা দায়ের করেন অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী। মামলা নং ১১/২৩।

মামলায় আসামী করা হয়েছে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, রিপোর্টার জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।

মামলাটি গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সামছুল হুদা জানান, অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্যমিয়ে সম্মানিত ব্যক্তির সম্মান হানী করেছেন। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

IT Amadersomaj