রাণীনগরে ককটেল হামলায় ৩ জন আহত, গ্রেফতার ১

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই ৪৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর ছোট ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার (৫৫), যুবলীগের সদস্য জুয়েল (৩৬) ও ময়নুল খন্দকার (৪২)। এঘটনায় গ্রেফতারকৃত মুকুল হোসেন (৩৮) উপজেলার খট্টেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বড়বড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে আমাদের ৬ জন নেতাকর্মী ৩টি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে তাদের লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়। ওই মুহুর্তে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাণীনগরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। তাদের এই অপচেষ্টার সমুচীত জবাব দেবে উপজেলা আওয়ামীলীগ।



Source link

IT Amadersomaj